চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন— আবুল হাশেম, আব্দুল মোতালেব ও নুরুন নবী।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
এর আগের দিন শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিরহাট ব্রাহ্মণপাড়া এলাকায় বসাক চক্রবর্তী ও তার ভাই সেবাক চক্রবর্তীর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।