চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার পথে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পারকি সমুদ্র সৈকতের টানেল সার্ভিস এরিয়া সংলগ্ন দুধকুমরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মো. আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দেড়টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি পেট্রল টিম অভিযান চালিয়ে রোহিঙ্গাদের আটক করে। তারা জানান, ২ দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর থেকে পালিয়ে আসেন এসব রোহিঙ্গা।
পরিকল্পনা ছিল বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকায় গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়া। এর বিনিময়ে দালালরা সাতটি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নিয়েছিল।
স্থানীয়রা জানান, দফায় দফায় রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে পারকি সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবতরণ করছে। মাঝে মাঝে কিছু গ্রুপ স্থানীয়দের সহায়তায় আটক হয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলেও অনেকেই ছড়িয়ে পড়ছে আনোয়ারার বিভিন্ন এলাকায়।













