চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ইসলামী আন্দোলন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৮ মার্চ বিকাল ৩টায় উপজেলার কালাবিবির দীঘির মোড়স্থ মমতাজ কনভেনশন হলে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইয়াকুব ইসলামাবাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আমির হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগীর আহমদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদর মাওলানা আব্দুল হক হক্কানী, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ নূর আনোয়ারী, চাতরী আনোয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা এরফানুল হক বিন হালিম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফোরকান খান, উপজেলা আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা এবিএম অলি উল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মাদ জুবাইরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম আতিকুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এতে বন্ধুপ্রতিম সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার দায়িত্বশীল মাস্টার মুহাম্মাদ শহিদুল ইসলাম, মাওলানা মঈন উদ্দিন, বিএনপির প্রতিনিধি জামাল উদ্দিন আনসারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হান্নান, তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মাদ জোবাইরুল আলম মানিক, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক খালেদ মনছুর, আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা হাফেজ আরিফ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ক মুহাম্মাদ নাইম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার আগামী ২০২৫-২০২৬ ইংরেজি সেশনের সভাপতি হিসেবে মাওলানা হাফেজ আমির হোসাইন, সহ-সভাপতি হিসেবে মাওলানা নুর মুহাম্মাদ আনোয়ারী এবং সেক্রেটারি হিসেবে মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদারের নাম ঘোষণা করা হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।