আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় প্রথম করোনা টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের ন্যায় আনোয়ারা উপজেলা কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন টিকার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
সূত্র জানায়, প্রথমদিন ১৪৫ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আনোয়ারায় মোট ১৫ হাজার ৫৫৫ ডোজ ভ্যাকসিন বরাদ্ধ দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ