আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমির টপ সয়েল মাটির কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান করা হয়।
(২৮) জানুয়ারি মঙ্গলবার বিকেলে আনোয়ারা উপজেলার বটতলী ও জুঁইদন্ডীতে অবৈধভাবে কৃষিজমি কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
মোবাইল কোর্ট চলাকালীন সময়ে পশ্চিম তুলাতলীতে অনুমতিবিহীন কৃষিজমি টপ সয়েল কর্তনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোহাম্মদ বোরহানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পরে জুঁইদন্ডী ইউনিয়নের শংঙ্খ নদীর এখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
এসময় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলে জানান আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোছাইন।