আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সেমবার(২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বটতলী শাহ মোহসেন আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণকারীরা সেবা গ্রহণ করেন।
এসময়, বিনামূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি ঔষধ ও চশমা বিতরণ করা হয়, এবং শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আবু, ইউপি সদস্য হাফেজ মোঃ ইছহাক, তৌফিক ইউনুস, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস করিম মিটু, কামরুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, বখতিয়ার উদ্দিন সহ আরও অনেকে।
এছাড়া, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সুহাইল সালেহ জানান, এই চক্ষু চিকিৎসা কার্যক্রম বিভিন্ন জেলায় চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।