চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ব্যস্ততম সড়ক দখল করে বাস ও মাইক্রো গাড়ির স্টেশন গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পথচারী ও ছোট যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাতরী টানেল মোড় এলাকায় ছয় লেনের উভয় পাশে প্রতিদিনই বাস ও মাইক্রো গাড়ি পার্কিং করে রাখে চালকরা। এতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীদের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দোকানপাটে বেচাকেনাও কমে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার পাশে দাঁড়ানো বাসে চালক ও হেলপাররা অনেক সময় উচ্চস্বরে গান বাজানো, মোবাইলে গেম খেলা ও ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। এতে পথচারীরা বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে টানেল প্রান্ত থেকে আসা গাড়ি মোড় ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই।
কর্ণফুলী-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর চৌধুরী বলেন, “চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে বাসের জন্য নির্দিষ্ট কোনো স্টেশন নেই। তাই বাধ্য হয়ে রাস্তার পাশে গাড়ি রাখা হয়। তবে টানেল মোড়ের কালভার্টের আগে বাস রাখার অনুমতি নেই। আর বাসে বসে গান-বাজনা বা ঝগড়াঝাটির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, “ছয় লেনের টানেল মোড়ের দুপাশে বাস স্টেশন করার কোনো অনুমতি নেই। পথচারী ও ছোট যানবাহনের ভোগান্তি দেখা দিলে বিষয়টি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”













