ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং তিন দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে নেতৃত্ব দেন জেলা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।

অভিযানে অংশ নেন মোবাইল কোর্ট প্রসিকিউটর এবং পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।

নিরাপত্তা নিশ্চিত করতে আনোয়ারা থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হুছাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে এই অভিযান পরিচালিত হয়।

ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ