ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের রোড ডিভাইডার স্থাপন ও জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজার ও পারকি সমুদ্র সৈকতের যাতায়াত কেন্দ্র সিইউএফএল সড়কের যানজট ঠেকাতে সরকারি ছুটির দিনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (৮) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

এসময় ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাস স্টপ করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়।

এতে রোড ডিভাইডারের ব্যবস্থা করা হয় এবং রোড ডিভাইডার দেওয়ার জন্য কিছু স্পট নির্ধারণ করা হয়। এছাড়াও বাস ও সিএনজি চালক এবং দোকানদারসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

চাতরী চৌমুহনী বাজার আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র। এ বাজারে আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, চকরিয়া ও পেকুয়াসহ উপজেলার শত শত গাড়ি অবস্থান করে এবং এসব উপজেলার অর্ধলাখ মানুষ প্রতিদিন চলাচল করে।

এটি গুরুত্বপূর্ণ জনপদ হলেও সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান, সিএনজি ও বাস স্টেশন গড়ে তোলায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় বলে জানান পথচারীরা।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, নির্দেশনা না মানা হলে পুনরায় অভিযান চালিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন