চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খনদীর ধারের একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে দিঘিতে লাশটি ভেসে থাকতে দেখে তারা। লাশের মুখে গামছা বাঁধা ছিল এবং হাত-পা রশি দিয়ে বেঁধে রাখা ছিল।
খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।













