ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

আনোয়ারায় ৬ কোটি টাকার ইয়াবাসহ ১জনকে আটক করেছে র‍্যাব

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে গহিরা এলাকা থেকে  তাকে  আটক করা হয়। আটক ব্যক্তি পশ্চিম রায়পুর গ্রামের মৃত মোজাহার মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টার সময় আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলাউদ্দিন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে দোকানের মেঝের মাটির নিচ হতে সুরক্ষিত অবস্থায় ১,৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন