চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা-পৌরসভা ও সাংগঠনিক ইউনিট বিএনপির কমিটি গঠনের জন্য পদপ্রত্যাশী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ব্যক্তিগত রাজনৈতিক জীবনবৃত্তান্ত আহ্বান করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগ্রহী পদপ্রার্থীদের কাছ থেকে রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
ষষ্ঠ দিন মঙ্গলবার (১৫ জুলাই) বিশাল শোডাউন নিয়ে রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিলেন হেভিওয়েট প্রার্থী দিল মোহাম্মদ মঞ্জু। বিকেলে চট্টগ্রাম লালদিঘী ময়দান থেকে শোডাউন বের হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে এসে শেষ হয়। এসময় আনোয়ারা উপজেলা ও প্রতিটি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন— বিএনপি নেতা রফিক ডিলার, ডা. আবুল কাশেম, আবু ছাদেক, ইসমাইল তালুকদার, লেয়াকত আলী, মামুন খান, কাজী জাহেদ, আব্দুল মাবুদ, মোস্তাক কোম্পানি, নিজাম, হোসেন, হাসান, যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা, শোয়েবুল ইসলাম, এরশাদ, আলাউদ্দিন, রফিক, মঈন, ইউনুস, অ্যাডভোকেট শাকিল, ছাত্রদল নেতা নুর শাহেদ খান রিপন, মিনহাজ উদ্দিন রাকিব, হান্নান, শফিউল আলম চৌধুরী, সোহেল, রাশেদ, আশিক, নেজাম, হিরো ও জিকু প্রমুখ।













