সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা রাস্তার মাথা এলাকায় কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে এবং চাতরী ইউনিয়ন কৃষক দলের সংগঠক আইয়ুব ডিলারের সঞ্চালনায় সর্বদলীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম। কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন, বেগম জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন। আগামীতেও বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। প্রত্যেক কৃষককে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ মিয়া, নুরুল ইসলাম সও, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা আব্দুল মাবুদ, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মতিন, কলিম উদ্দীন, আব্দুল কাদের, সোলেমান, মাহবুব আলম বাবু, বারখাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোক্তার সও, সদস্য সচিব জামাল হোসেন সও, বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা মোরশেদ, জসিম কন্ট্রাক্টর, শিফন, আবু জাহের, চাতরী ইউনিয়ন কৃষক দল নেতা পেয়ার মোহাম্মদ, নুরুল আজিম, আবদুল করিম প্রমুখ।