ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, ভ্রাতৃত্ব ও অধিকার আদায়ের আপোষহীন সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে “পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী কালাবিবির দীঘির মোড়ের মমতাজ কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন, আনোয়ারা থানার ওসি (তদন্ত) তৈয়বুর রহমান, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক প্রফেসর মো. হাসান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইউনুছ চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য লায়ন আনোয়ারুল আজিম, বাংলাধারার স্টাফ রিপোর্টার আহমেদ সাজরিল, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুর, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো. ফোরকান, আনোয়ারা উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হুদা, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন মনজুর, ছাত্রদল নেতা আলফাজুর রহমান আরিফ, মো. বোরহান উদ্দিন, মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।

প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন বলেন, “পবিত্র রমজান মাস হল সংযমের মাস। এই মাসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। রমজান মাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তী এগারো মাস আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা, আনুগত্য ও পরস্পর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই একটি শান্তিময় দেশ গঠন করা সহজ হবে।”

বক্তব্যে আগত অতিথিরা বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের যত অসঙ্গতি, অনিয়ম—এই সাংবাদিকরাই লেখনির মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর করেন। আশা করি, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা তাদের লেখনির মাধ্যমে আনোয়ারার সকল সমস্যা-সম্ভাবনা নিঃসংকোচে তুলে ধরবে—এই প্রত্যাশা করি।”

আরও পড়ুন