আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার পারকী সৈকত এলাকায় সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আসিফ (১৭)। সে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার সকালে চন্দনাইশ থেকে পারকী সৈকতে মোটর সাইকেল নিয়ে ভ্রমনে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন আসিফ। আশপাশের লোকজন এগিয়ে এসে আসিফকে আহতাবস্থায় উদ্বার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ডমলি জানান, বেলা এগারটায় আসিফ নামের একজনকে হাসপাতালে আনা হয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই