ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় এডিপি’র অনলাইন শিডিউল বিক্রি করে ৩০ লক্ষ টাকা রাজস্ব আদায়

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় এ বছরের অনলাইনে এডিপির টেন্ডারের শিডিউল বিক্রি করে ৩০ লক্ষ টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হয়েছে। যা অনলাইনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে। অতীতে এভাবে শিডিউল বিক্রি করে এত বড় অংকের টাকা রাজস্ব আদায়ের ঘটনা ঘটেনি। এ ঘটনায় উপজেলা জুড়ে রীতিমত প্রশংসা কুড়িয়েছেন উপজেলা প্রকৌশল অফিস।

জানা যায়, গত মাসে উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারা ও অন্যান্য খাতের (এডিপি) যেগাযোগ উন্নয়ন কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ৩৬টি প্যাকেজে প্রায় ৩ কোটি টাকার এই টেন্ডারের শিডিউল বিক্রি এখন শেষ পর্যায়ে। অনলাইনে টেন্ডার হওয়ায় এখন অন্যান্য উপজেলার ঠিকাদাররাও শিডিউল ক্রয়ে অংশ নিয়েছেন। ফলে প্রতিযোগিতামূল অংশগ্রহণে শিডিউল বিক্রি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ছোট ছোট প্যাকেজে প্রকল্পগুলো ভাগ করে দেয়ার কারণেও এবারে শিউিল বিক্রি বৃদ্ধিও হার বেড়েছে বলে ধারণা করছেন  সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, আমরা সরকারের লাভের বিষয়টা চিন্তা করেছি। এজন্য এবার প্যাকেজ বানাতে একটু কৌশলী হয়েছি। ছোট ছোট প্যাকেজে টেন্ডার আহ্বান করায় ঠিকাদারদেরও সহজ হয়েছে। সরকারের রাজস্বও বেড়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ