ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারের অবৈধ হকার উচ্ছেদ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসা অবৈধ হকারদের উচ্ছেদ করলেন চাতরী ইউপি চেয়ারম্যান অফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

বুধবার দুপুরে বাজারের দুই পাশে গড়ে উঠা অবৈধ হকারদের উচ্ছেদ করেন তিনি। এসময় তিনি অবৈধ হকারদের কঠোর হুঁশিয়ারি দেন। যারা পুনরায় বসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান,ট্রাফিক ইনচার্জ হাফিজুল ইসলাম, বাজার ইজারাদার মো. আকবর, ইউপি সদস্য রাশেদ নেওয়াজ ছুট্টু,আবুল মনসূর, মো.তারেক, মো.জিয়া, বিকাশ ঘোষ,ধনঞ্জয় বিশ্বাস ভোলা, ছাত্রলীগ নেতা এরফান আলীসহ আরো অনেকে ।

চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজারের দুপাশে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারনে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তাদেরকে অনেকবার হুশিয়ারি দেয়ার পরেও তা আমলে নেইনি। তাই আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ