ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

আনোয়ারায় চুরি রোধে গ্রাম পুলিশদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় গরু চুরি রোধে গ্রাম পুলিশ দের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেছেন আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার। ৬ ডিসেম্বর সকালে থানা চত্বরে একশজন গ্রাম পুলিশের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসআই বিকাশ রুদ্র, এসআই আবু মুসা প্রমুখ।

গ্রাম পুলিশ হানিফ তালুকদার বলেন, আমরা অনেক সময় বিভিন্ন চুরি ছিনতাই ঘটনার খবর পেয়েও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রতিরোধ করতে সাহস পাইনা। এখন টর্চলাইট ও বাঁশি পাওয়ায় আমাদের কাজ করতে অনেক সহজ হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, শীতের মৌসুমে গরু চুরি, ছিনতাই বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। আর এসব বিষয়ে সবার আগে খবর পায় গ্রাম পুলিশরা। কিন্তুু তাদের কাছে অন্ধকারে বের হতে চায়না। এজন্য গ্রাম পুলিশদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করা হয়েছে। যাতে কোনো ঘটনা ঘটার সাথে সাথে তারা প্রাথমিক প্রতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সগযোগিতা করতে পারে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন