ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

আনোয়ারায় চোরাই মোবাইলসহ চোর গ্রেফতার

আনেয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় চার চোরাই মোবাইলসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাগির হোসেন (২০)।

শনিবার (১৩ মার্চ) রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলকা থেকে কর্ণফুলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জাগির হোসেন রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের পেচু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ঐদিন রাতে আনোয়ারা থানায় মোবাইল চুরির একটি মামলা দায়ের করা হয়। মামলার পরই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সরেঙ্গা এলাকার লোকমান হোসেন নামে এক লোকের ঘর থেকে একটি আইফোনসহ তিনটি ও পার্শ্ববর্তী আরেকজনের ঘর থেকে একটি টেপ চুরি করে জাগির। পরে লোকমান হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।

আনোয়ারা থানার এসআই আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি জাগির চোরাই মোবাইলগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সঙ্গীয় ফোর্সসহ কর্ণফুলী থানার চেকপোস্টে দায়িত্বরত পুলিশদের সহায়তায় জাগিরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া চারটি মোবাইল ফোনসেট উদ্বার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গতকাল বিকালে ঘটনা জানার পর দ্রুত থানায় মামলা রেকর্ড করি এবং চোরকে ধরতে তৎপরতা শুরু করি। রাতেই আমরা চোরকে মোবাইলসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। সে একজন পেশাদার চোর।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন