আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় ৫০০ লিটার চোলাই মদসহ মো. আরাফাত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে পরৈকোড়া ইউনিয়নের ছত্তার হাট পদ্ম পুকরি পাড় থেকে মদের চোরাচালানে ব্যবহৃত সিএনজি টেক্সিসহ তাকে আটক করা হয়।
আটক আরাফাত বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। বর্তমানে সে পটিয়া উপজেলার বাহুলী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এস আই জাহাঙ্গীর আল আমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছত্তার হাট এলাকায় অভিযান চালিয়ে আরাফাতকে চোলাই মদসহ আটক করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ’শ লিটার চোলাই মদ ও সিএনজি ট্যাক্সিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।