ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ১১ জুন

বাংলাধারা ডেস্ক »

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১১ জুন বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বিশিষ্ট ব্যাংকার এএসএম নাসির উদ্দিন ফাহিম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন।

জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ জানান, এক দফায় চট্টগ্রাম মহানগরে পুরস্কার বিতরণ ও শিশু উৎসব শেষে দ্বিতীয় দফায় আনোয়ারা উপজেলায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ ও শিশু উৎসবের আয়োজন করা হয়েছে।

আনোয়ারার এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ