ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

আনোয়ারায় দোকানপাট খোলা রাখায় ১২ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি »

সরকারের ঘোষিত সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে আনোয়ারায় দোকানপাট খোলারাখায় জরিমানা আদায় করেছে প্রশাসন।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও বটতলী রুস্তমহাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল, কাপড়ের দোকান, জুতার দোকান ও পথচারীকে ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারণে বাহিরে ঘুরাফেরা করা লোকদেরকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, লকডাউনের মধ্যে হোটেল খোলা রেখে খাবার বিক্রির অভিযোগে দুটি হোটেল, মার্কেটে কয়েকটি দোকান খোলা রাখা ও বিনা কারণে বাহিরে ঘুরাফেরা করায় কয়েকজন পথচারীসহ ১২ মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷ পাশাপাশি লোকজনকে লকডাউন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন