ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় বঙ্গবন্ধু মেডিকেল পরিবহনের বিনামূল্যে যাত্রীসেবা কার্যক্রম

আনোয়ারা প্রতিনিধি  »

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা মেডিকেল পরিবহনের বিনামূল্যে যাত্রীসেবা কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার (১৭ মার্চ) সারাদিন বিনামূল্যে সেবা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন তারা। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠণের সদস্যরা।

বঙ্গবন্ধু মেডিকেল পরিবহনের সভাপতি রুপন সেন বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ স্বাধীন হয়েছে বলেই আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। বঙ্গবন্ধুর স্বাধীন করা এই দেশে সাধারণ মানুষ যানবাহনের জন্য চিকিৎসা নিতে কষ্ট করবে তা আমরা চাইনা। এজন্য আমরা কিছু সিএনজি ট্যাক্সি চালকরা মিলে এই উদ্যোগ গ্রহণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠণের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক টিটু ঘোষ, সদস্য জাহাঙ্গীর আলম, মো. হাসান, মো. মানিক প্রমুখ।

পরে তারা আনোয়ারা-কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় অসহায় রোগীদের খোঁজে বেরিয়ে পড়ে। আগামীতে তারা সারাবছর পালাক্রমে প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

সংগঠণের অর্থ সম্পাদক বলেন টিটু ঘোষ বলেন, মানুষ মানুষের জন্য। সাধারণ রোগীদের চিকিৎসার জন্য যাতায়াতে ভরসা হচ্ছে সিএনজি ট্যাক্সি । অনেকের কাছে এই সিএনজি ভাড়াই থাকেনা। মূলত তাদরে জন্য আমাদের এই সেবা। আর কোনো মানুষ যাতে গাড়ী ভাড়ার জন্য অসুস্থ হয়ে ঘরের কোণে পড়ে থেকে সময় নষ্ট না করে। আমাদের মোবাইল নাম্বারে কল দিলেই আমরা সেই স্থানে উপস্থিত হব।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ