আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নর লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ এমপি’র সহকারী একান্ত সচিব ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য সাহাব উদ্দীন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মাদ তারেক চৌধুরী তানিম, মো.জাহাঙ্গীর আলম, মো. কামরুল ইসলাম,মো. জসিম উদ্দীন, সাবেক সদস্য সমীর মহাজন, অভিবাকদের মাঝে বক্তব্য রাখেন ডা. মো. ফরিদ, মাস্টার মো. শহীদ, ব্যাবসায়ী মো. শাহদাত, তাপসী বড়ুয়া, শেলি বড়ুয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু বলেন, ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া উচচ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া লেখার মানোন্নয়নে সরকারী বিধি মোতাবেক নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, কম্পিউটার প্রশিক্ষণ, শৃঙ্খলা,পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ পাঠদান,দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যায়নের ব্যাবস্থাসহ নানা বিষযে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ইনশাল্লাহ গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানাচিছ তিঁনি এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ভবন নির্মানসহ ব্যাপক উন্নয়নকাজ সম্পন্ন করেছেন।