বাংলাধারা ডেস্ক »
আনোয়ারায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১২তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভাইস চেয়াম্যান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গতকাল বৃহস্পতিবার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে কালাবিবির দীঘি মোড়ে শাখা কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক এস এম ওবাইদুল কাদের।
উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, মোজাম্মেল হক, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, শাহেদুল আলম, মীর মোশাররফ হোসেন, সৈয়দ আবুল হাসনাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বেঙ্গল ব্যাংক গণমানুষের ব্যাংক হতে চায়। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকই প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এই ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকের আমানতের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে ঋণ সুবিধা যায় সেদিকে সচেষ্ট থাকবে।