ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় শিশু কিশোর মেলার উদ্যোগে আখতারুজ্জামান চৌধুরী বাবু গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা এলাকায় এটির উদ্বোধন করা হয়। এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হচ্ছে।

এখান থেকে স্কুল, কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সী মানুষ বিভিন্ন মনিষী ও জ্ঞান-বিজ্ঞানের বই পড়ে সমাজকে আলোকিত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি ইসতিয়াকুল হক রিমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপু দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নিলু মিত্র, সহ ধর্মবিষয়ক সম্পাদক মো. সেলিম রিয়াদ, দপ্তর সম্পাদক ফারুকুল ইসলাম, মোহাম্মদ আইমন, বারখাইন ইউনিয়ন শিশু কিশোর মেলার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রান্ত সরকার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শিফাত, নাঈম উদ্দিন, মনছুর, সুজয়, জাহেদ, আরিফ, মো. নাঈমুন ইসলাম, মোহাম্মদ রিয়াদ, ইনু সিকদার, আশিক দত্ত, রাজু দত্ত প্রমুখ।

বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সহ সভাপতি ইসতিয়াকুল হক রিমন বলেন, জ্ঞানী মানুষ ছাড়া সমাজ কখনো আলোকিত হয় না। আর জ্ঞানকে সম্প্রসারিত করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকে প্রযুক্তির যুগে যুব সমাজ বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদেরকে আবারো বইমুখী করবে এই পাঠাগার।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ