আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠণ করা হয়।
কমিটিতে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে সভাপতি এবং শ্রমিকলীগের সভাপতি ও কাফকো সিবিএ’র সভাপতি জসীম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে ১১টি ইউনিয়নের সকল কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা কমিটি গঠনের দয়িত্ব ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির ওপর ছেড়ে দিলে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান সভাপতি পদে বর্তমান সভাপতি অধ্যাপক এম এ মান্নান ও সাধারণ সম্পাদক পদে জসীম উদ্দিনের নাম ঘোষনা করেন। একইসাথে তাদের দুইজনকে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার দায়িত্ব প্রদান করেন।
বাংলাধারা/কেএম/আরএইচআর