ksrm-ads

১১ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

আন্দোলনকারীদের ত্যাগ স্মরণেই দেয়ালে দেয়ালে গ্রাফিতি

IMG--WA

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই চট্টগ্রাম মহানগরীর দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তাঁরা।

IMG--WA
IMG–WA

গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।

শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

IMG--WA
IMG–WA

হালিশর ক্যান্টনমেন্ট স্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক বলেন, গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে ছেয়ে গেছে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি।

IMG--WA
IMG–WA

শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এ উদ্যোগ।

হালিশহর ক্যান্টনমেন্টের সিনিয়র শিক্ষক ইশতিয়াক স্যারের নেতৃত্বে নবম শ্রেণির সাদিয়া, তুবা, রাইসা, সানজিদা, মুনতাহা টিয়া, ফাহিম, মুনতাসির, রায়হান, আদিব, অষ্টম শ্রেণির আকিফ সপ্তম শ্রেণীর লাবিব, মোস্তফা, জারিন, লামিয়া, ফাহিমা, রুমাইসা, রামিসা, দশম শ্রেণির ফারিফতা, লুবনা, সাফওয়ান, সোহা, ফাইরুজ, তন্ময় প্রমুখ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন