আন্তর্জাতিক ডেস্ক»
আফগানিস্তানে মার্কিনদের যাওয়াটাকে ‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল’ হিসেবে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ বছর পরে এসে দেশটিতে সামরিক অভিযান চালানো সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার ১৭ আগস্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আফগান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন তিনি। বুধবার সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।‘ এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার আটকে যাওয়াটাকে চোরাবালিতে পড়ার মতোই বলেও মন্তব্য করেন ট্রাম্প।
তিনি আরও বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি। এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’
এর আগেও ট্রাম্প আফগানিস্তানে তালেবানের উত্থানের জন্য জো বাইডেনের সিদ্ধান্তকে দায়ী করেন। এজন্য বাইডেনের পদত্যাগও দাবি করেন তিনি।
বাংলাধারা/এফএস/এফএস