বাংলাধারা ডেস্ক »
সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আস্থা অবিচল’ ও সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রউফের সুস্থতা কামনায় দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বাদে আসর জামিয়া ইসলামিয়া মেহেরীয়া মঈনুল ইসলাম মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম, আস্থা অবিচলের সহ-সভাপতি হারুন সিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গণি, দপ্তর সম্পাদক সাহেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আবদুল হান্নান, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম আরিফ, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মোহাম্মদ ফরিদ, আবুল মনচুর, যুবলীগ নেতা সোহেল নোমান, মো. জানে আলম জনি, আল আমিন, সরফভাটা শিশু কিশোর মেলার সহ-সভাপতি ইয়াসিন আরাফাত ইমন এবং এলাকার মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা নেচার আহমদ।