ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে সংবর্ধিত হলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী উপজেলায় নবনিযুক্ত ইউএনও প্রথমবারের মতো কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ফোরকান উদ্দিন, ডা. ফারহানা মমতাজ, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, মো. জাফর ইকবাল, মৃদুল আচার্য্য, মৌলানা ওসমান গণি, নাজনীন সুলতানা, জনাব হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক এইচএম আবু ওবায়দা,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রশিদ, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ প্রমুখ।
নবাগত ইউএনও মাসুমা জান্নাত বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে বর্তমান তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়াশোনায় ভালো করতে হবে। তবেই সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।
একই অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এ প্রথম স্থান অর্জন করায় সনদ প্রদান করেন ইউএনও মাসুমা জান্নাত। এর আগে রোভার সাজ্জাদ হোসেনের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।