ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

আবহাওয়া অধিদফতর ছুটিতেও খোলা থাকবে

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কেবল কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতালগুলো।

এর পাশাপাশি খোলা থাকছে আবহাওয়া অধিদফতরও। ফলে ঝড়-বৃষ্টিসহ আবহাওয়ার পূর্বাভাস পেতে বেগ পেতে হবে না দেশবাসীকে।

বুধবার সকালে এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমাদের এই সেকশন খোলা থাকবে ২৪ ঘণ্টা। আমাদের জেনারেল সেকশনগুলো বন্ধ থাকবে। কিন্তু ঝড় সতর্কীকরণ কেন্দ্রের অপারেশন সেকশন খোলা থাকবে।’

ফলে আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য তাদের ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করলে কিংবা তাদের দেয়া বুলেটিন থেকে জানা যাবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন