বাংলাধারা ডেস্ক »
রক্ষাণাবেক্ষণের জন্য আবারও ইউরোপীয় ইউনিয়নে মূল পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমাবে রাশিয়া।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সরবরাহ হ্রাসের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। তারা বলছে, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের আরেকটি টারবাইন বন্ধ করলে দৈনিক গ্যাস উৎপাদন ২০ শতাংশ হ্রাস পেতে পারে। এতে সরবরাহ বর্তমান সময়ের চেয়ে অর্ধেক হয়ে যাবে।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, শীতের আগে গ্যাসের সরবরাহ বন্ধ হলে নিজেদের জ্বালানি ভাণ্ডার পূরণ অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছে ইইউভুক্ত দেশগুলো।
এর আগেও রক্ষাণাবেক্ষণের জন্য ১০দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল দেশটি।
নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে মূলত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। তবে, গত বছর ইইউকে ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়া।
গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি ভালো চোখে দেখছে না ইইউ’র অন্যান্য দেশগুলো। তাদের অভিযোগ, রাশিয়া জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।
জার্মানির দাবি, রাশিয়ার গ্যাস সরবরাহ হ্রাসের প্রযুক্তিগত কোনো কারণ নেই বলে মন্তব্য করেছে।