ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

আবারও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আবারও টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রার্থী ফারুক চৌধুরী।

বিজয়ী চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা) প্রতীকে পেয়েছেন মোট ২১ হাজার ২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (সতন্ত্র) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট। এতে সর্বোচ্চ ভোট পেয়ে নৌকার প্রার্থী ফারুক চৌধুরীকে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চশমা প্রতীকে আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আমির আহমদ চশমা প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট, অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট। এতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. ফারহানা মমতাজ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ৪৫টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ শেষে রাতে কর্ণফুলী উপজেলা পরিষদের মিলাতয়তনে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

কর্ণফুলীতে দ্বিতীয় বারের মতো হওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৫৭২ জন, তার মধ্যে ভোট পড়েছে ৪১০৪২ ভোট।

আরও পড়ুন