৭ ডিসেম্বর ২০২৫

আবারও মাঠে নামবেন সাকিব

যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, তখন নিশ্চয়ই তোমার জন্য খুব শীঘ্রই অন্যএকটি দরজা খুলে যাবে। ঠিক যেন এমনিই বাংলার সাবেক কাপ্তান সাকিব আল হাসানের জীবনের গল্প। বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ হয়েছে অনেক আগেই তবে এখনো ক্রিকেট নামক রাজ্যের দরজা বন্ধ হয়নিই এই মহারাজার জন্যে। জাতীয় দলে না খেললেও আন্তর্জাতিক ফ্র্যান্ঞ্চাজি লিগে তার যাত্রা অব্যাহত রয়েছে।

এবার সাকিব মাঠে নামবেন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে দুবাই ক্যাপিটালস হয়ে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগসের বিপক্ষে লড়বে সাকিবের দুবাই ক্যাপিটলস।

এর আগে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। দীর্ঘ বিরতির পর মাঠে নামায় ভক্তরা ভেবেছিলো এই বুঝি বাংলার সাবিক আবার জ্বলে উঠবে ব্যাটে বলে। তবে সেটা আর হলো না, ওল্টো সমলোচকদের সমলোচনার সুযোগ তৈরি করে দিয়ে ব্যার্থ হোন নিজেই। তবে এখন আবার সময় এসেছে, সাকিব কি পারবে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে? নাকি সমলোচকদের জিতিয়ে গ্লোবাল লিগের আসর শেষ করবেন?

এআরই/বাংলাধারা

আরও পড়ুন