ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

আবারও সেট হয়ে ফিরে গেলেন তামিম

বাংলাধারা প্রতিবেদন »

টস হেরে ব্যাট করা বাংলাদেশ দল সৌম্য সরকারের বদলে লিটন দাসকে ওপেনিংয়ে নামায়। তার সঙ্গে ছিলেন তামিম ইকবাল। আফগান ডানহাতি অফ স্পিনার মুজিব উর এবং নবীকে শুরুতে সামলাতে ডান ও বাঁ-হাতি কম্বিনেশনে নামে বাংলাদেশ। তবে লিটন দাস শুরুতে আউট হয়ে ফেরেন। সেই ধাক্কা সামলে নিচ্ছিলেন সাকিব এবং তামিম। কিন্তু নবীর ছোঁড়া বলে এবার ৩৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম।

বাংলাদেশ দল ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে। মাঠে নেমে এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে সাকিব আল হাসান ২৭ রানে ক্রিজে আছেন। লিটন দাস ১৬ রান করে ফেরেন। আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ‘ডার্ক হর্স’ তকমা পায় বাংলাদেশ। টিকে আছে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে সেমির পথে এগিয়ে যাওয়ার পালা।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে খেলছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। আফগানিস্তান দলে এ ম্যাচে দুই পরিবর্তন। স্পিনের বিপক্ষে সাবলীল হযরতউল্লাহ জাজাইকে বসিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে এবং দ্রুত রান তুলতে পারদর্শী সামিউল্লাহ সেনওয়ারিকে দলে নিয়েছে তারা। সেনওয়ারি লেগ স্পিনেও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়া দলে নেওয়া হয়েছে পেসার দৌলত জাদরানকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাঈব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর অফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন