ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

আবারো অনুমালিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

বাংলাধারা প্রতিবেদন »

কয়েকদিন আগেই অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছেন গায়িকা নেহা ভাসিন। এবার সেই তালিকায় যুক্ত হলেন গায়িকা শ্বেতা পণ্ডিত। সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে অনেক গায়িকাই এর আগে যৌন হেনস্তার অভিযোগ করেছেন।

শ্বেতা বলেন, এর আগে কখনই বলিউডের মিউজিক কম্পোজার অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি তিনি। কিন্তু বলিউডে #MeToo আন্দোলন শুরু হওয়ার পর খানিকটা মনে শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শ্বেতা টুইট করে লিখেছেন, দুই দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে গায়িকা হওয়া সত্ত্বেও এত নোংরা মানসিকতার লোক দেখতে হয়। ২০০১ সালে যখন আমার সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে তখন আমি একজন স্কুলের ছাত্রী। শ্বেতার বয়স তখন মাত্র ১৫। তখনই অনু মালিক তার শরীরে হাত দিয়েছিলেন। বিছানায় যাওয়ার প্রস্তাবও করেন তিনি। কিন্তু কোনমতে তখন নিজেকে বাঁচিয়ে বের হয়ে আসেন শ্বেতা।

এ গায়িকা বলেন, সিনিয়ররা সব সময় সম্মানের পাত্র। কিন্তু এমন আচরণ তাদের সম্মানের জায়গা থেকে নামিয়ে দেয়। আমি তখন কিছু বলতে পারিনি। মিটু ক্যাম্পেইনের মাধ্যমে এখন অনেকেই সরব হচ্ছেন যৌন হেনস্তার বিরুদ্ধে। তাই অনু মালিকের মুখোশও উন্মোচিত হওয়া দরকার।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ