জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের এক আবাসিক হোটেল থেকে ইয়াবা ও টাকাসহ ৪ মাদককারবারী তরুণকে আটক করেছে র্যাব-১৫ ।
সোমবার (১৪ মার্চ) সকালে কলাতলী ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পার্শ্বে হোটেল জামানের ৭০৭ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও মাদক বিক্রয়ের ৫ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চট্টগ্রাম পাচঁলাইশ শোলকবহর এলাকার মৃত নুরুল আলমের ছেলে নুরুল হাকিম (৩৮), লোহাগাড়া বড় হাতিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন আওয়াল (২৮), কক্সবাজার ভারুয়াখালী বানিয়াপাড়া এলাকার মোস্তফা হোসেনের ছেলে যায়েদ আকবর (২৩), উখিয়া জালিয়াপালং এলাকার জুনু মিয়ার ছেলে রবি আলম (২০) ।
র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় কলাতলী হোটেল মোটেল জোনে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৫ লাখ ৭৫, হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।