ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের লাইট হাউস এলাকার আমারী রিসোর্ট থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

হোটেলের দেয়া তথ্য অনুযায়ী মরদেহ পাওয়া নারীর নাম ফারজানা (২৩) এবং তার সাথে থাকা স্বামী পরিচয়ে সাগর নামে অবস্থান করা যুবক পলাতক রায়েছেন।

হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ করেছে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, ‘তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। মঙ্গলবার সাড়ে ১১টার দিকেও রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আরো জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন জন হোটেল অবস্থানকালে মারা গেছেন।

বাংলাধারা/এআই

আরও পড়ুন