খুলশী থানাধীন আবুল খায়ের গ্রুপের কনডেন্স মিল্ক ডিপো থেকে প্রায় সাড়ে ২৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় সাজ্জাদ হোসেন দুলাল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নির্ণয় করে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া আবুল খায়ের গ্রুপ কনডেন্স মিল্ক প্রতিষ্ঠান কর্তৃক আমদানীকৃত ২৫ কেজি ওজনের ৩৪১ বস্তার গুড়ো দুধ ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাজ্জাদ হোসেন দুলাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারি পৌরসভার কবির চেয়ারম্যান ঘাটার মৃত সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে।
খুলশী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নুরুল আবছার বলেন, আবুল খায়ের গ্রুপের ডিপো থেকে আমদানিকৃত প্রায় সাড়ে ২৭ লাখ টাকার কনডেন্স মিল্ক চুরির ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নির্ণয় করে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন দুলালকে গ্রেফতারকৃত করা হয়। এসময় চুরি হওয়া আবুল খায়ের গ্রুপ কনডেন্স মিল্ক প্রতিষ্ঠান কর্তৃক আমদানীকৃত ২৫ কেজি ওজনের ৩৪১ বস্তার গুড়ো দুধ ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীর দেওয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নানুপুর বাজার সংলগ্ন লায়লা কবির ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বে সৈয়দ শহিদুল আলম এর বাড়ীর সামনে ভাড়ায় প্রদানকৃত পার্শ্ববর্তী করিম সেনেটারী নামক দোকানের মালিক মোঃ রুবেল এর মালিকানাধীন গোডাউনের ভিতরে থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।