আরিফুল ইসলাম রিফাত »
চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় এই মাহফিল সম্পন্ন হয়। এতে জেলা-উপজেলার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।
এদিন আসরের নামাজের পূর্বে দীর্ঘ ৪০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের নতুন দায়িত্বপ্রাপ্ত পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এসময় বায়তুশ শরফ ময়দান থেকে ভেসে আসতে থাকে আমিন আমিন ধ্বনি। বায়তুশ শরফ ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকাও আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো।
আখেরী মোনাজাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লীরা।
বাংলাধারা/এফএস/এইচএফ