আবদুল আলীম সাইফুল, আমিরাত »
মরুধ্বনি সাংস্কৃতিক সংসদ ইউএই’র উদ্যোগে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনের পক্ষ থেকে আজমান স্পাইসি হাউজের হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সংগঠনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ খানের সভাপতিত্বে আশরাফ বিন আবদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির প্রিয় মুখ মো. ইমাম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. হানিফ মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মো. নিদরব উদ্দিন ও মো. তাওহীদুল ইসলাম।
আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সংগঠনের শিল্পী, কলাকুশলী তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছিলেন ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
এসময় বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতির কোন বিকল্প নেই। তাই প্রবাসের বুকে সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে প্রবাসীদের মনোবল চাঙ্গা রেখে সুস্থ সমাজ ও দেশ গঠনের লক্ষ্যে তাদের এই সাংস্কৃতিক সংগঠনের পথচলা তারা আগামীতে আমিরাতের প্রতিটি উপশহরে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।