ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

আমেরিকার ‘গোয়েন্দা’ ড্রোন ভূপাতিত করলো ইরান

বাংলাধারা ডেস্ক »

ইরানের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক দ্রোনকে ইরান ভূপাতিত করেছে। এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেলো বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ওয়েবসাইট সেপাহ নিউজ আজ (২০ জুন) জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজান প্রদেশের ওপর দিয়ে একটি ‘গোয়েন্দা’ ড্রোন উড়ে যাচ্ছিলো এবং সেটিকে নিচে নামিয়ে আনা হয়েছে। একই সংবাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ড্রোনটির পরিচয়ও তুলে ধরে।

সংস্থাটি জানায়, এটি একটি ‘আরকিউ-ফোর গ্লোবাল হক’ দ্রোন। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, নৌবাহিনীর এমকিউ-ফোরসি ট্রাইটনকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এছাড়াও, ড্রোনটির প্রস্তুতকারক নর্থরপ গ্রুমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাইটন ড্রোন ১০ মাইলেরও বেশি উচ্চতায় এক নাগাড়ে ২৪ ঘণ্টা উড়তে পারে। এর দেখভাল করার ক্ষমতা ৮ হাজার ২০০ নটিক্যাল মাইল। এর আগে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের নেভি ক্যাপ্টেন বিল আরবান জানিয়েছিলেন যে গতকাল (১৯ জুন) ইরানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বিমান উড়ে যায়নি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন