বাংলাধারা ডেস্ক »
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আম দেওয়ার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার ( ১০ জুন ) রাত ৮টার দিকে উপজেলার বারোঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যাক্তি সেলিম রেজা (৪৫) চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকার আব্দুল গোফুরের ছেলে। সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, আম দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সেলিম।
এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং সেলিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।” স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি