ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

আরও দুই কন্টেইনার মদ আটক চট্টগ্রাম বন্দরে

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম বন্দরে তৃতীয় দফায় মদ ভর্তি দুটি কন্টেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মদ ভর্তি ওই চালানটি জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা ও বন্দরের নিয়ন্ত্রক সংস্থা।

কাস্টমস সূত্র জানায়, র মেটেরিয়ালস পোলিপ্রোলিন রেসিন ও টেক্সটার্ড ইয়ার্ণ আনার মিথ্যা ঘোষণায় দুই কন্টেইনার মদ চীন থেকে আমদানি করে নীলফামারির ডং জিন ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং মংলার ভিআইপি ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

তবে কন্টেইনার দুটিতে কি পরিমাণ দুইটি মদ রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইনভেন্ট্রি শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার সাইফুল হক।

তিনি বাংলাধারাকে জানান, একের পর এক মদ আটকের ব্যাপারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ৩ দিনে মোট ৫ কন্টেইনার মদ জব্দ করা হয়েছে। আজ তৃতীয় দফায় আরো দুই কন্টেইনার মদ জব্দ হয়েছে। ইনভেন্ট্রি শেষে জানা যাবে শুল্ক ও জড়িত রাজস্বের পরিমান।’

এর আগে গত শনিবার আরও দুই কন্টেইনার মদ জব্দ হয়েছিল চট্টগ্রাম বন্দরে। সব মিলে মোট ৫ কনটেইনার মদ জব্দ হয়েছে চট্টগ্রাম বন্দরে।

গতকাল (রবিবার) জব্দ হওয়া এক কন্টেইনার মদও আমদানি করা হয় নীলফামারী উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের নামে।

এদিকে চট্টগ্রাম বন্দরে কনটেইনারে মদ জব্দ হওয়ার বিষয়ে অতিরিক্ত কমিশনার-১ আবু নুর রাশেদ আহমেদকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করেছে কাস্টমস হাউস। ১০ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাধারা/এসএআর

আরও পড়ুন