ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

আলীকদমে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব—আক্রান্ত ৩০০, আশঙ্কাজনক ৪১

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম করুকপাতায় আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় ৩০০ মানুষ। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে ৪১ জন। শিশুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ। এ ঘটনায় উৎকণ্ঠা বিরাজ করছে পুরো পাহাড় জুড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের অভিযোগ, এখনও সরকারি-বেসরকারি কোনো চিকিৎসা সেবা পায়নি আক্রান্তরা।

কুরুকপাতা ইউনিয়নের প্রতিটি পাড়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি ও ডায়রিয়া আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ।

বুধবার (৮ জুন) বিকেল থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে বলে জানা গেছে।

সারদা পাড়ার কার্বারী সারদা ত্রিপুরা ও সাবেক মেম্বার চিনপাত ম্রো বলেন, ডায়রিয়ার পাশাপাশি জ্বর ও বমি হচ্ছে অনেকের। অর্থনৈতিক সংকট ও যোগাযোগ ব্যবস্থার অসুবিধায় সন্তানকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছি না। হাসপাতালে গেলেও বিভিন্ন ঔষুধ দোকান থেকে কিনতে হয়।

নিপিও ম্রো বলেন, প্রতিবছর শুকনো মৌসুমে পাহাড়ের পল্লীগুলোতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পাহাড়ে রিংওয়েল না থাকায় পাহাড়ের বসবাসরতরা বাধ্য হয়ে ঝিরি ও ঝর্ণা পানি পান করেন। মূলত এসব কারণেই পাড়াগুলোতে দূষিত পানি পান করায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ঝিরি ঝর্নার পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাছাড়াও দুর্গম এলাকা হওয়ায় সঠিক চিকিৎসার অভাবে রোগটি দ্রুত সময়ে এলাকায় ছড়িয়ে পড়ে। আর যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হাঁটার পথ হওয়ায় রোগীদের হাসপাতালে নিয়ে আসাও সম্ভব হচ্ছে না।

৪ নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো বলেন, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পযন্ত কোনো চিকিৎসক দল চিকিৎসা সেবা দিতে যায়নি দুর্গম এলাকাগুলোতে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। পরে আলীকদম বাজার থেকে পল্লী চিকিৎসক
থেকে প্রাথমিক ওষুধপত্র নিয়ে এসেছে স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত বেশি ও দুর্গম হওয়ায় এতদূরে চিকিৎসক দলকে পাঠানো সম্ভব হয়নি। ভোরে কুরুকপাতা ইউনিয়নে ঔষুধ সহ চিকিৎসক দলকে পাঠানো হয়েছে। নেটওয়ার্ক না থাকায় তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ