ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির অভিষেক : সভাপতি সেলিম তালুকদার, সম্পাদক বিপ্লব

বাংলাধারা ডেস্ক »

‘সাহিত্য একার সন্নাস। কোনো সংগঠন কাউকে লেখক বানায় না। কিন্তু লেখকের ভিত্তি তৈরিতে সাহিত্য সংগঠন ভূমিকা পালন করে। যে কোনো সংগঠনের উদ্যোগে আয়োজন হতে পারে সাহিত্যাসর। এখানে পাঠ হতে পারে কবিতা, গল্প, প্রবন্ধ বা যে কোনো ধরনের লেখা। আলোচনা হতে পারে পঠিত লেখার ওপর। আলোচনার মাধ্যমে উপকৃত হবেন সংশ্লিষ্ট লেখক। আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমি নতুন একটি সংগঠন, যেটি সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরিতে কাজ করে যাবে বলে আমাদের বিশ্বাস।

শনিবার (৪ জুন) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তে আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিক ও লেখক রাশেদ রউফের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রখ্যাত বাচিকশিল্পী দিলরুবা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর ‍হাসান বিপ্লব।

অনুষ্ঠানে আলোচক ছিলেন, প্রাবন্ধিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আকতার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মিসকাতুল মমতাজ।

এ সময় আরও বক্তব্য রাখেন- শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, গল্পকার দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক আজিজ রাহমান, সাংবাদিক আরিফ রায়হান, অমিত বড়ুয়া, এস এম আবদুল আজিজ, কল্যাণ বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, ইমতিয়াজ শাওন, স ম জিয়াউর রহমান, এম কামাল উদ্দিন, আজিজা রূপা, নাসিমা হক মুক্তা, তাপস চক্রবর্তী, লিটন কুমার চোধুরী, সুমি দাশ, লিপি বড়ুয়া, প্রদ্যুত কুমার বড়ুয়া, রাসু বড়ুয়া প্রমূখ।

উপস্থিত ছিলেন, লেখক ডা. বিকিরন বড়ুয়া, কবি লিটন কুমার চৌধুরী, কবি লিপি বড়ুয়া, কবি সুমি দাশ, কবি নাছিমা হক মুক্তা, কবি ও বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দি, সংগঠক মো. রুবেল, মো. নাবিল, কবি প্রদ্যুত কুমার বড়ুয়া, সাংবাদিক অমিত বড়ুয়া ও কবি তাপস চক্রবর্তী।

সংগঠনটির অভিষেক অনুষ্ঠানে সবার উপস্থিতিতে সেলিম তালুকদার আকাশকে সভাপতি ও তানভীর হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আন্যান্য হলেন- কার্যকরী সভাপতি চন্দক বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অরূপ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি সালাম সৌরভ, সিনিয়র সহ-সভাপতি মির্জা মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মিন্টু দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক জাহেদ কায়সার, সাহিত্য সম্পাদক রুনা তাসমিনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভিন আক্তার, অর্থ সম্পাদক কামরুল হাসান।

অনুষ্ঠানে সেলিম তালুকদার আকাশ সম্পাদিত আলোর প্রত্যাশা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ