সাভারে পোশাক শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক সহকারী অপারেটরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন শ্রমিক। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী পোশাক শ্রমিক রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এসময় উভয়পক্ষের আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে শুনতে পেরেছি ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি বন্ধ ছিল। সেই কারখানা খুলে দেওয়ার দাবিতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পাশের কারখানা থেকে ধাওয়া দেয় । এতে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যাযন। ঘটনার বিস্তারিত পরে বলতে পারবো।