ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

আহতদের জন্য আরও জরুরি খাদ্যসামগ্রী দিলো বিজিএমইএ

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের জন্য দ্বিতীয় ধাপে জরুরি খাদ্য সামগ্রী হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত ডিপো পরিদর্শন করেছেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং বেলা সাড়ে ১২টায় প্রতিনিধি দলটি বিএম ডিপোতে পরিদর্শন করেন।

চমেক হাসপাতাল পরিদর্শনকালে বিজিএমইএ টিম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের সাথে আহতদের সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময় করেন এবং আহতদের জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে দ্বিতীয় ধাপে জরুরি খাদ্য সামগ্রী হাসপাতাল পরিচালকের নিকট হস্তান্তর করেন।

এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী পরিচালক সর্বজনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক ও বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিএম কন্টেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা অত্যন্ত অনাকাঙ্খিত। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভে অত্যন্ত দ্রুততার সাথে চিকিৎসা সেবা প্রদানের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন বেসরকারি ক্লিনিকসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

‘বিশেষ করে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা বাহিনী, নৌ-বাহিনী, সাধারণ জনগণ, ছাত্র-যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন সহ চট্টগ্রামের আপামর জনগণ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সেবায় একযোগে এগিয়ে এসে মানবিকতার যে নজির স্থাপন করেছে তার জন্য তিনি বিজিএমইএ’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’

তিনি আরো বলেন, বিএম ডিপো দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সহিত ত্বরিৎ গতিতে এগিয়ে এসেছে এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, যা প্রশংসার দাবী রাখে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসায় ইতিপূর্বেও বিজিএমইএ কর্তৃক জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও সর্বাত্মক মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে দুপুর ১২:৩০ ঘটিকায় বিজিএমইএ’র প্রতিনিধি দল সীতাকুণ্ডে ক্ষতিগ্রস্ত বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ উদ্ধার কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে ফায়ার সার্ভিস সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহিত মতবিনিময় করেন। তিনি রপ্তানির সাপ্লাই-চেইন নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে অক্ষত রপ্তানিতব্য পণ্য সমূহ দ্রুত জাহাজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

আরও পড়ুন