ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

ইউএনও’র বিশেষ সম্মাননা পেলেন ছয় ইউপি সচিব

জন্ম ও মৃত্যু নিবন্ধনের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে অসামান্য অবদান রাখায় ফটিকছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে বিশেষ সম্মাননা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা, ভূজপুর, সুয়াবিল, রোসাংগিরী, লেলাং ও আবদুল্লাহপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দুর্যোগপূর্ণ পরিবেশেও উপজেলার এসব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ কঠোর পরিশ্রম করে যে অবদান রেখেছেন, তা অত্যন্ত ইতিবাচক এবং উপজেলার জন্য বিশেষ মাইলফলক। দেশের জন্য তারা দিন-রাত পরিশ্রম করে জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে কাজ করে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন। তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এটি সম্ভব হয়েছে। এটি অন্যান্য ইউনিয়নের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হবে।’

বিশেষ সম্মাননাপ্রাপ্তরা হলেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের অঞ্জন চৌধুরী, ভূজপুর ইউনিয়নের মো. আরিফ হোসাইন, সুয়াবিল ইউনিয়নের মো. জসিম উদ্দিন, রোসাংগিরী ইউনিয়নের মো. জাকারিয়া সিকদার, লেলাং ইউনিয়নের মো. খায়রুল আসলাম ও আবদুল্লাহপুর ইউনিয়নের প্রত্যাশা চৌধুরী।

দাঁতমারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরী বলেন, ‘আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আজকের এই অর্জন আমাকে কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।’

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন